করোনাকালে এক মানবিক কর্মীর নাম আলাউদ্দিন পাশা

নিজস্ব প্রতিবেদক :: আলাউদ্দিন পাশা এক মানবিক কর্মীর নাম। যেখানে মানবতার ডাক আসে সেখানে সে হাজির। কি দিন কি রাত এ ভাবে চলছে তার জীবন। করোনাকালিন শুরু থেকে আজ অবদি সে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে চলছে করোনার এই কঠিন মুহুর্তে ও তার পথচলা থেমে খাকেনি নিত্য আছে মানুষের পাশে। ত্রাণ,চিকিৎসা,বস্ত্র ও খাবার । কখনও দরিদ্রজনের বাড়ি বাড়ি খাবার নিয়ে,কখনো বেওয়ারিশ অসুস্থ ব্যাক্তিদের খাবার, চিকিৎসার ব্যবস্থা এ ভাবে চলছে তার জনহিতকর কল্যানধর্মী কার্যক্রম। ‘সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে’। পল্লীকবি-জসীম উদ্দীনের কবিতার চরিত্রের … Continue reading করোনাকালে এক মানবিক কর্মীর নাম আলাউদ্দিন পাশা